শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Reporter: Kaushik Roy | লেখক: Kaushik Roy ০৪ মার্চ ২০২৫ ১৭ : ৪৮Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: বিজ্ঞান থেকে তাইকোন্ড, সাহিত্য থেকে কুইজ কিংবা স্টেট লেভেলে বাস্কেটবল সবেতেই জয়জয়কার টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের বোলপুর শাখার। ফি বছরই পড়ুয়াদের ভবিষ্যৎ গড়তে একাধিক পদক্ষেপ নিয়ে থাকে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল, বোলপুর। বড় মঞ্চে যত বেশি সুযোগ পাবে ছাত্রছাত্রীরা তত নিজের ভবিষ্যৎ উজ্জ্বল হবে তাদের। সম্প্রতি, টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল বোলপুরের অষ্টম শ্রেণীর ছাত্র সুহাস মণ্ডল অংশ নিয়েছিল বিদ্যার্থী বিজ্ঞান মন্থনে। যা কিনা ভারতের তরুণ প্রজন্মের বিজ্ঞান ভিত্তিক ট্যালেন্ট হান্টের সবচেয়ে বড় মঞ্চ। ১১,০০০ পড়ুয়ার মধ্যে উত্তীর্ণ হয় মোট ১৩৪ জন। সেখান থেকে ১৮ জন রাজ্য স্তরে এবং ১২ জন পৌঁছায় জাতীয় স্তরে। দ্বিতীয় স্থান অর্জন করে জাতীয় স্তরে জায়গা করে নিয়েছে সুহাস।
রাজ্য স্তরের তাইকোন্ড চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থান অধিকার করেছে বোলপুরের টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী আকসারা সাবনুর। ফেব্রুয়ারি মাসের শুরুতেই আয়োজিত হয়েছিল এই প্রতিযোগিতা। রাজ্যস্তরে তৃতীয় স্থান অর্জন করে আগামী এপ্রিলে জাতীয় চ্যাম্পিয়নশিপে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল, বোলপুরের প্রতিনিধিত্ব করবে আকসারা।
পাশাপাশি, এক্সাম ওয়ারিয়র কুইজ কনটেস্টে অংশ নিয়েছিল টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলে, বোলপুরের পড়ুয়ারা। তার মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে একাদশ শ্রেণীর ছাত্র শ্রেয়ম ভট্টাচার্য। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরীক্ষা পে চর্চার একটি অংশ ছিল এই কুইজ প্রতিযোগিতা। বক্রেশ্বরের প্রবীর সেনগুপ্ত বিদ্যালয়ের আন্তঃস্কুল কুইজ প্রতিযোগিতাতেও দ্বিতীয় স্থান অধিকার করেছে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল, বোলপুর।
দিল্লিতে চলতি বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নেয় বিদ্যালয়ের দুই ছাত্রী শ্রীজা রায় এবং সৃজনী মুখার্জি। দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের ক্যাম্পে বাংলা এবং সিকিমের প্রতিনিধিত্ব করে দুই ছাত্রী। শ্রীজার সৌভাগ্য হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবন ঘুরে দেখার। সৃজনী ঘুরে দেখে নৌসেনা শীর্ষকর্তার বাসভবন। অনুর্ধ্ব ১৭ জাতীয় বাস্কেটবল ক্যাম্পে সুযোগ পেয়েছেন মহম্মদ সহুনুদ্দিন।
প্রথম সারির বাংলার পত্রিকায় ‘খুদে প্রতিভা’ বিভাগে লেখা প্রকাশিত হয়েছে বোলপুরের টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র অর্চিস্মান রায়ের। আবার, ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আরাত্রিকা পালের আঁকা ছবি প্রকাশিত হয়েছে প্রথম সারির একটি দৈনিক বাংলা পত্রিকায়। জাতীয় স্তরের বাস্কেটবলে পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করছে টেকনো ইন্ডিয়া স্কুলের বোলপুর শাখার ছাত্রী মেঘাদৃতা ঘোষাল। পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে নতুন দিশা দেখিয়েছে টেকনো ইন্ডিয়া গ্রুপ। রাজ্যের বিভিন্ন প্রান্তেই রয়েছে তাঁদের শিক্ষাঙ্গণ। সেখান থেকে প্রতি বছরই বহু পড়ুয়া নিজেদের জীবনের উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। তাঁদেরকে সেই কাজে যোগ্য সহায়তা করেছে চলেছেন টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্ণধাররা।